ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পাকিস্তান সফরে যেতে বাধা নেই বাংলাদেশের 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৯:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে পিছিয়ে যায় বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। নতুন করে সিরিজ আয়োজনের জন্য কয়েকদিন আগে বিসিবির কাছে নতুন সূচি পাঠায় পিসিবি। পাকিস্তান সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি।

বিজ্ঞাপন

অবশেষে সরকারের সবুজ সংকেত মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। পাকিস্তান সফরে যেতে আর কোনো বাধা নেই টাইগারদের।

শনিবার (১৭ মে) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। তবে সরকারের পক্ষ থেকে অনুমোদন মিললেও কিছু প্রক্রিয়া বাকি আছে বলে জানিয়েছেন তিনি।      

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) দ্বিতীয়বারের মতো বিসিবিতে দুর্নীতির তদন্তে আসে দুর্নীতি দমক কমিশন। তদন্তের সুবিধার্থে এদিন বিসিবিতে তলব করা হয় বোর্ড সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে।    
 
গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, 'সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে (পাকিস্তান সফরের জন্য)। এখনও কিছু কাজ বাকি আছে, সেটা আমরা করব।' বাকি কাজ বলতে বিসিবি বস নিরাপত্তা পর্যবেক্ষণের কথা বুঝিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। 
 
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে। আজ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজ খেলেই টাইগারদের সরাসরি পাকিস্তানে যাওয়ার কথা। কিন্তু যুদ্ধের কারণে পিছিয়ে যায় সূচি। 

আরও পড়ুন


  
বিসিবির সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। সেখানে ২ দিন পিছিয়ে ম্যাচ শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে ২৭ মে থেকে। ২৯ মে এবং ১, ৩ আর ৫ জুন হবে বাকি ম্যাচগুলো। পূর্বের দুই ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে সব ম্যাচ। তবে রাওয়ালপিন্ডিকেও প্রস্তুত রাখা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |