বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ফিরে গেল কলকাতায়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ০৬:৩২ পিএম


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯  ফুটবল দল
ছবি: বাফুফে

বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের পৌঁছানোর কথা ছিল। কলকাতা থেকে ফ্লাইট ঢাকায় আসলে বৈরী আবহাওয়ার জন্য অবতরণ করতে পারেনি। ফলে কলকাতায় ফিরে যায় অনূর্ধ্ব-১৯ফুটবল দলকে বহন করা বিমান। আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে বাফুফে পুনরায় অবহিত করবে। 

বিজ্ঞাপন

বৈরি আবহাওয়ার কারণে ঢাকা অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবলদলের বহনকারী বিমান। মঙ্গলবার (২০ মে) বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। জানা যায়, কলকাতা থেকে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবলদলের বহনকারী ফ্লাইটটি ঢাকায় আসলে বৈরি আবহাওয়ার কারণে অবতরণ করেনি। উল্টো কলকাতায় ফিরে গেছে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মিডিয়া ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ। তিনি কলকাতা থেকে জানান, ‘বিমান ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করেছিল। পরবর্তীতে কলকাতায় ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা সবাই কলকাতায় বিমানের মধ্যেই বসে রয়েছি। জানি না এই অপেক্ষা কতক্ষণ করতে হয়।’

বিজ্ঞাপন
আরও পড়ুন

রোববার (১৮ মে) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতের অরুণাচলে সাফ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়। সোমবার টুর্নামেন্টের ভেন্যু অরুণাচল থেকে বাংলাদেশ দল কলকাতা পৌঁছায়।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission