ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

১৯৮ জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ মে ২০২৫ , ০৪:১১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বেশ কিছু ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এখন পর্যন্ত দেশের ১৯৮টি জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব স্থাপনার মধ্যে বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল। সেসব স্থাপনার নাম পরিবর্তন করে জাতীয় বীর ও বিভিন্ন শহীদদের স্মৃতিকে স্মরণ করে রাখা হয়েছে।

MixCollage-28-May-2025-04-26-PM-8073

বিজ্ঞাপন

তবে বেশিরভাগ স্থাপনার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগ, জেলা বা উপজেলার নামে। নাম পরিবর্তন হওয়া উল্লেখযোগ্য কিছু স্থাপনার মধ্যে রয়েছে ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যার নতুন নাম রাখা হয়েছে শুধু ‘জাতীয় স্টেডিয়াম’।

MixCollage-28-May-2025-04-27-PM-2316

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম’। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম’।

বিজ্ঞাপন

MixCollage-28-May-2025-04-27-PM-3374MixCollage-28-May-2025-04-29-PM-1868

বিজ্ঞাপন

এ ছাড়া, ফতুল্লা স্টেডিয়াম ও সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের শহীদ রিয়া গোপের নামে।

NOC13 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |