ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আরসিবি চ্যাম্পিয়ন না হলে স্বামীকে ডিভোর্স দেবেন স্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৪:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আরসিবি এবারের আইপিএলের আসরে চ্যাম্পিয়ন না হলে বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন দলটির এক সমর্থক। প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ চলাকালে গ্যালারিতে এমন পোস্টার হাতে এক নারীকে দেখা যায়। তার সেই পোস্টার হাতে ছবিটি সামাজিকমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

পাঞ্জাব কিংস এবং আরসিবির ম্যাচের মাঝে টেলিভিশনের স্ক্রিনে গ্যালারিতে এক নারীকে দেখা যায়। বেঙ্গালুরুর ওই নারী ভক্তের হাতে ছিল একটি পোস্টার। আর সেই পোস্টারে লেখা ছিল, ‘আরসিবি চ্যাম্পিয়ন না হলে স্বামীকে ডিভোর্স দেব।’ বেঙ্গালুরু সমর্থকের এই পোস্টার সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।   

২০০৯ এবং ২০১১ সালে আইপিএলের ফাইনালে উঠে আরসিবি। কিন্তু শিরোপার স্বাদ পাওয়া হয়নি কোহলিদের। তাই এবার শিরোপা জয়ের জন্য একটু বেশিই মরিয়া বেঙ্গালুরু। শুধু আরসিবি নয় তাদের মতো দলের সমর্থকেরাও এ বার ট্রফি উচিয়ে ধরতে চাইছেন। তবে সব কিছু থেকে ওই নারী সমর্থকের পোস্টার চারদিকে হৈ চৈ ফেলে দিয়েছে। 

বিজ্ঞাপন

লাল শাড়ি পরা ওই নারী একটি হলুদ রঙের কাগজে কালো এবং লাল কালিতে নিজের বার্তা লিখে এনেছিলেন। তবে কেন তিনি বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন তা জানা যায়নি। 

আরও পড়ুন

অনেকেই এই নারীর সমালোচনা করেছেন। কোহলিদের আইপিএল না জেতার সঙ্গে তার সংসার ভাঙার সম্পর্ক কী, সেই প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন, অতি উৎসাহের বহিঃপ্রকাশেই এমন করেছেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |