ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আর্জেন্টিনায় ফেরার আগে মেসির জাদুকরি পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০১ জুন ২০২৫ , ১১:৫৪ এএম


loading/img
মেসি। ছবি: এএফপি

আগামী সপ্তাহে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবে লিওনেল মেসি। তার আগেই নিজের চেনা রূপে ফিরলেন এই তারকা ফুটবলার। ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে চারটি গোলে অবদান রেখেছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (১ জুন) সকালে ম্যাচের ১৩তম মিনিটেই মেসির নিখুঁত থ্রু পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। মাত্র দুই মিনিট পর নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

১৫তম মিনিটে একটু সামনে বেরিয়ে আসা গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে দূর থেকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। ২৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি। সের্হিও বুসকেতসের দারুণ এক পাসে রক্ষণভাগ ভেদ করে এগিয়ে গিয়ে ঠাণ্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করেন মেসি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে ম্যাচ যখন ৪-১ ব্যবধানে এগিয়ে ইন্টার মায়ামি, তখন আরও একবার জাদু দেখান মেসি। মাঝমাঠ থেকে নিখুঁত পাসে ফ্যাব্রিস পিকল্টকে এগিয়ে দেন, যিনি নিজের অর্ধ থেকেই দৌড়ে গিয়ে করেন দলের পঞ্চম গোল। আর তাতে মায়ামির জয়ের ব্যবধান দাঁড়ায় ৫-১ গোলে।

বিজ্ঞাপন

AFP__20250601__48RN8DU__v1__HighRes__FblMlsUsaMiamiColumbus

বিজ্ঞাপন

এই ম্যাচে মেসির দুটি গোল মিলিয়ে চলতি এমএলএস মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়াল ১০টিতে, আর তার পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ৮৬৫। 

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে আগামী ৬ জুন সান্তিয়াগোতে চিলির বিপক্ষে এবং ১১ জুন মনুমেন্তালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসি।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |