ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আইপিএলের সমাপনী অনুষ্ঠান মাতাবেন যেসব তারকারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৫:২৪ পিএম


loading/img
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দিশা পাটনী। ছবি: এএফপি

নানা অঘটন আর নাটকীয়তার পর পর্দা নামতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসরের। আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। এর আগে সমাপনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন এক ঝাঁক তারকা শিল্পী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) আহমেদাবাদে বাংলাদেশ সময় রাত সাতে ৮টায় মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে জমকালো সমাপনী অনুষ্ঠান। 

প্রতি বছরের মতো এবারও দর্শকদের কৌতূহলের কেন্দ্রে থাকবে এই অনুষ্ঠান। এবারের মূল থিম দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর তিন সিনিয়র কর্মকর্তার উপস্থিতির জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। যদিও তারা উপস্থিত থাকবেন কি না, এখনও তা নিশ্চিত হয়নি।

বিজ্ঞাপন

সমাপ্তি অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে উঠে এসেছে কিছু চমকপ্রদ তথ্য। তাতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রখ্যাত সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন, সিদ্ধার্থ মহাদেবন ও শিবম মহাদেবন। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

 

এর আগে গত ২২ মার্চ ১৮তম আসরের উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন কলকাতার মালিক ও বলিউড বাদশা শাহরুখ খান। সেই উদ্বোধনী মঞ্চে পারফর্ম করেছিলেন ভারতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল-দিশা পাটনীর মতো তারকারা।

উল্লেখ্য, মূল সূচি অনুযায়ী গত ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। তাই নিরাপত্তার জন্য ইডেন থেকে সরিয়ে ফাইনালের ভেন্যু করা হয় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |