ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মেসিকে যে প্রতিযোগিতায় টেক্কা দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৮:৩৮ পিএম


loading/img
মেসির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। ছবি: ইনস্টাগ্রাম

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ড্র করেছিল স্বাগতিক ইন্টার মায়ামি। জয়ের লক্ষ্যে রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসি। মাঠে নামার আগে একটি সুখবর পেয়েছেন এই আর্জেন্টাইন তারকা। মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় শীর্ষে আছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে এমএলএস। ২০২৫ মৌসুমে গত ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত লিগে খেলা ফুটবলারদের মধ্যে এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর ভিত্তি করে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এটি করেছে ক্রীড়াসামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিকস।

সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় সেরা ২০-এর মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত কাভান এখানে আছেন ১৮ নম্বরে। ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। মায়ের সূত্রে জার্মানি ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হলেন কাভান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রথম ২০ নম্বরে আছেন ইন্টার মায়ামির তিন ফুটবলার। মেসি-সুয়ারেজদের পাশাপাশি এই দলের অপর ফুটবলার হলেন সার্জিও বুসকেতস। ১৬ নম্বরে আছেন বুসকেতস। তবে কোন জার্সি কী পরিমাণে বিক্রি হয়েছে, সেটা অবশ্য জানায়নি এমএলএস।
 
তাই মেসির জার্সি সবচেয়ে বেশি বিক্রি হওয়াতেই বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে তিনি কতটা জনপ্রিয়। বিশ্বের যে স্টেডিয়ামে তিনি খেলবেন, সেখানে গ্যালারিতে মেসির জার্সি পরিহিত দর্শকদের দেখা যায়। এমনকি মেসির সঙ্গে ছবি তুলতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।

বিজ্ঞাপন

ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামি আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে মায়ামি ও আল আহলির সঙ্গে আছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পাইমেইরাস।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |