ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গল টেস্ট

নাঈম জাদুতে ১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০২:০৬ পিএম


loading/img
ছবি: এএফপি

গল টেস্টে আগে ব্যাট করতে নেমে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এতে ১০ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে টাইগাররা।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) চতুর্থ দিনের শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ব্যক্তিগত ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন অধিনায়ক ডি সিলভা। ২৬ বলে ১৭ রান করে তৃতীয় দিন শেষ করেছিলেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি কুশল মেন্ডিস। ১৭ বলে ৫ রান করে ফেরেন এই তারকা ব্যাটার। অপর প্রান্ত থেকে ফিফটি তুলে নেন তৃতীয় দিনে ৩৭ রানে অপরাজিত থাকা কামিন্দু মেন্ডিস। তাকে যোগ্য সঙ্গ দেন মিলন রথনায়েক।

বিজ্ঞাপন

৮৩ বলে ৩৯ রান করে মিলান আউট হলেও সেঞ্চুরির দ্বারপ্রান্ত পৌঁছে যান কামিন্দু। কিন্তু ১৩ রানের আক্ষেপ নিয়ে নাঈমের বলে আউট হন তিনি। ১৪৮ বলে ৮৭ করেন কামিন্দু।

এরপর থারিন্দু রথনায়েক (০) এবং আসিথা ফার্নান্দো ৪ রানে আউট হলে ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এতে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন নাঈম হাসান। এ ছাড়াও হাসান মাহমুদ তিনটি, তাইজুল ইসলাম ও মুমিনুল নেন একটি করে উইকেট।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

বিজ্ঞাপন

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |