ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ম্যানসিটিকে ১৬ কোটি টাকা জরিমানা, ১৪ দিনের সময়সীমা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৪:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে বড় জরিমানার মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। খেলায় সময় মেনে মাঠে না নামার কারণে এই জরিমানার মুখে পড়েছে সিটি। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে ৯ ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে খেলা শুরু করে ক্লাবটি। যার ফলে ১.০৮ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৬ কোটি টাকা জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।  

বিজ্ঞাপন

ম্যানচেস্টার ডার্বিতে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ২ মিনিট ২৬ সেকেন্ড পর, যা ছিল নিয়ম লঙ্ঘনের অন্যতম উদাহরণ। বিষয়টি স্বীকার করে ক্ষমা চাইলেও জরিমানা থেকে রেহাই পায়নি সিটি। আগামী ১৪ দিনের মধ্যে জরিমানা না দিলে নিষেধাজ্ঞার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে তাদের।  

এই নিয়ে ইপিএল এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচের সময় মেনে চলা ব্রডকাস্টার, ক্লাব ও সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ। তাই পেশাদার আচরণ বজায় রাখতে হবে। এই ঘটনা এবারই প্রথমবার নয়। আগের মৌসুমেও একই কারণে সিটিকে ২ মিলিয়ন ইউরো জরিমানা গুণতে হয়েছিল।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তবে এসবের মাঝে মাঠের লড়াইয়ে মনোযোগী সিটি। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর ওয়াইদাদকে ২-০ গোলে হারিয়েছে তারা। পরের ম্যাচ ২৩ জুন আল-আইনের বিপক্ষে। ২৭ জুন জুভেন্টাসের মুখোমুখি হবে। সেই সঙ্গে টুর্নামেন্টে পুরোনো ছন্দে ফিরতে চায় ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |