ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

রোনালদোর সঙ্গে সম্পর্ক কেমন, যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ১১:১১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মাঠের লড়াইয়ে প্রায় দেড় যুগ মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছে বিশ্ব ফুটবল। তবে সময়ের সঙ্গে সেই প্রতিদ্বন্দ্বিতা এখন ইতিহাস। ইউরোপ ছেড়ে রোনালদো খেলছেন সৌদি ক্লাব আল নাসরে, আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। দুজনের খেলার মঞ্চ ভিন্ন হলেও আলোচনায় তারা সবসময়।

বিজ্ঞাপন

এই দুই ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহল। সম্প্রতি সেই কৌতূহলের জবাব দিলেন লিওনেল মেসি। জানালেন, মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও রোনালদোর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক নেই।

মেসি বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল শুধুই মাঠে। আমরা কখনও একসঙ্গে খেলিনি, তাই ব্যক্তিগত সম্পর্কও গড়ে ওঠেনি। 

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, আমরা একে অন্যের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থেকেছি। মাঠের বাইরে আমরা সাধারণ মানুষ।

তবে প্রতিদ্বন্দ্বী বলেই রোনালদোর প্রতি শ্রদ্ধায় কোনও কমতি নেই এলএমটেনের। ৪০ বছর বয়সেও রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ মেসি বলেন, সে এখনও সেরা পর্যায়ে খেলছে, যা অবশ্যই প্রশংসনীয়।

আরও পড়ুন

মাঠে প্রতিদ্বন্দ্বিতা, মাঠের বাইরে শ্রদ্ধা। মেসি-রোনালদোর সম্পর্কের সারসংক্ষেপ যেন এই দুই বাক্যেই ধরা পড়ে।

 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |