অধিনায়ক হিসেবে অভিষেক, বিদেশের মাটিতে, আর ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামা সব মিলিয়ে চ্যালেঞ্জে ঠাসা হেডিংলি টেস্টে ভারতীয় তরুণ শুভমান গিল যা করলেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে স্পর্শ করলেন চার কিংবদন্তিকে।
১৭৫ বলে ১২৭ রানের ইনিংসে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। দারুণ দায়িত্বশীল এই ইনিংসে গিল প্রমাণ করলেন, নেতৃত্বের ভারও তার ব্যাট থামাতে পারেনি।এই ইনিংসের মাধ্যমে তিনি অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করা ভারতের পঞ্চম ব্যাটার।
তার আগে ছিলেন:
বিজয় হাজারে
সুনীল গাভাস্কার
দিলীপ ভেংসরকার
বিরাট কোহলি
তালিকায় গিলের নাম যোগ হওয়ায় ইতিহাসে আরেকটি উজ্জ্বল অধ্যায় লিখে ফেললেন তিনি।প্রথম ইনিংসে গিলের সঙ্গী যশস্বী জয়সওয়াল নিজেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম শতক। জয়সওয়াল ও গিলের ১২৯ রানের জুটি এবং এরপর ঋষভ পান্তের সঙ্গে গিলের অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটিতে ভারত বড় সংগ্রহের পথে এগোচ্ছে।
রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া গিল প্রমাণ করলেন, ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটে তিনিই হতে পারেন বড় ভরসার নাম।
আরটিভি/এসকে