আন্তর্জাতিক ফুটবলে ৫০ ম্যাচ খেলা ডাচ উইঙ্গার কুইন্সি প্রোমেস মাদক চোরাচালান ও সহিংসতার মামলায় দোষী প্রমাণিত হয়ে এখন কারাগারে। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যর্পণ করে তাকে দেশে ফিরিয়ে এনেছে ডাচ সরকার।
৩৩ বছর বয়সী এই ফুটবলার ২০২০ সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দর ব্যবহার করে এক টনের বেশি কোকেন পাচারে জড়িত ছিলেন বলে প্রমাণ পায় আদালত। এই ঘটনায় তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে, এক পারিবারিক অনুষ্ঠানে আত্মীয়কে ছুরিকাঘাত করায় আরও ১৮ মাসের সাজা হয় তার।
ডাচ পুলিশ অনুরোধের পর দুবাইয়ে তাকে গ্রেপ্তার করে আমিরাতের কর্তৃপক্ষ। পরে ডাচ বিচার বিভাগ বিশেষ ফ্লাইটে তাকে দেশে ফেরায়। এখন তিনি নেদারল্যান্ডসের কারা হেফাজতে আছেন।
প্রোমেস ২০১১ সালে টুয়েন্টের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর খেলেছেন স্পার্তাক মস্কো, সেভিয়া, আয়াক্স এবং সর্বশেষ দুবাই ইউনাইটেডে। জাতীয় দলের হয়ে ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন, তবে ইউরো ২০২১-এর পর আর ডাক পাননি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি আপিলের প্রস্তুতি নিচ্ছেন।
জাতীয় দলের হয়ে প্রোমেসের অভিষেক ২০১৪ সালে। তবে ২০২১ ইউরোতে শেষ ষোলোতে চেক প্রজাতন্ত্রের কাছে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি তিনি।
আরটিভি/এসকে/এস