নিজের কীর্তি নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১১:০১ পিএম


নিজের কীর্তি নিয়ে যা বললেন শান্ত
ছবি: সংগৃহীত

গল টেস্টে রীতিমতো দাপট দেখিয়েছে টাইগার ব্যাটাররা। দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতেই বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের (২০১৮, শ্রীলঙ্কার বিপক্ষে, চট্টগ্রাম)। শান্ত প্রথমবার করেছিলেন ২০২৩ সালে, আফগানিস্তানের বিপক্ষে।

একনজরে শান্তর কীর্তি 

বিজ্ঞাপন

১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি

১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি

বাংলাদেশের সাপেক্ষে দেশের বাইরে ১ম এবং সবমিলিয়ে ৩য় বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি

বিজ্ঞাপন

টেস্টের ১৪৮ বছরে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি

বিজ্ঞাপন

মাত্র ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি

এই নিয়ে ম্যাচ সেরা শান্ত বলেন, আমি জানতাম না (এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশ অধিনায়ক)। কিন্তু দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।

দর্শকদের সমালোচনা নিয়ে তিনি বলেন, সমালোচনা, কথাবার্তা এগুলো তো থাকবেই। একজন প্লেয়ার হিসেবে প্রতিদিন কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি এটা গুরুত্বপূর্ণ। আমার ওয়ার্ক এথিক্স ঠিক আছে কি না, কতটুকু কষ্ট করছি, ইনটেনশন ঠিক আছে কি না এগুলো গুরুত্বপূর্ণ।

এ ছাড়াও তাইজুল ও নাইমের বোলিং পারফরমেন্সে প্রশংসা করেন শান্ত। তিনি বলেন, তাইজুল-নাইম সত্যিই ভালো বোলিং করেছে। এই কন্ডিশনে নাঈম যেভাবে প্রথম ইনিংসে বোলিং করেছে, সেটা দুর্দান্ত।

বিশেষভাবে প্রথম ইনিংসে নাইমের পাঁচ উইকেট শিকারে বাংলাদেশ ১০ রানের লিড পেয়েছিল। শান্ত বলেন, ‘খুব বেশি সুযোগ না পেলেও নিজের সামর্থ্য দেখিয়েছে নাইম।

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission