ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে রিয়াল, দেখে নিন স্কোয়াড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ১২:৪৯ পিএম


loading/img
এমবাপ্পে। ছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট থেকে নেওয়া।

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। তাই জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে পাচুকার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রোববার (২২ জুন) রাত ১টায় মাঠে নামবে দুই দল।

বিজ্ঞাপন

এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না কোচ জাভি আলোনসো। জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এই ফরাসি তারকা। তাই দলের দ্বিতীয় ম্যাচেও থাকতে পারবেন না তিনি।

পাচুকা ম্যাচে রিয়াল মাদ্রিদের স্কোয়াড:

বিজ্ঞাপন

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, লুনিন এবং ফ্রান গনজালেস।

রক্ষণভাগ: ট্রেন্ট আলেকজান্ডার, লুকাস ভাসকেস, ফ্রান গার্সিয়া, রুডিগার, হুইজেন, ইউসুফ, হাকোবো, অ্যাসেনসিও, ফোর্তেয়া এবং দিয়েগো আগুয়াদো।

মিডফিল্ড: জুড বেলিংহ্যাম, ভালভার্দে, লুকা মদ্রিচ, চুয়ামেনি, আরদা গুলার, সেবালোস, চেমা, ভিক্টর মুনোজ এবং মারিও মার্তিন।

বিজ্ঞাপন

আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ব্রাহিম এবং গনজালো।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |