ঢাকা

আম্পায়ারের সিদ্ধান্তে মাঠেই বিতর্কিত আচরণ পান্তের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৩:২৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

মাঠে অধিকাংশ সময়েই হাসিখুশি মেজাজে দেখা যায় ঋষভ পান্তকে। স্টাম্প মাইকে ধরা পড়ে তার মজার মন্তব্য। কিন্তু এবার মাঠে মেজাজ হারালেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে খানিকটা স্বভাববিরুদ্ধ আচরণ করলেন ভারতীয় দলের উইকেটকিপার। হেডিংলি টেস্টের তৃতীয় দিনের সেই ঘটনার ভিডিও ভাইরাল।

বিজ্ঞাপন

খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর বল পরিবর্তনের অনুরোধ করেন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ। কিন্তু আম্পায়ার সেই অনুরোধ রাখেননি। তার কিছু ক্ষণ পরই দেখা যায়, মাঠের অপর আম্পায়ার পল রাইফেলের সঙ্গে কথা বলেন পান্ত। তার কাছে গিয়েও বল পরিবর্তনের অনুরোধ করেন পান্ত।

বলের আকার নষ্ট হয়েছে কি না তা যাচাই করার জন্য আম্পায়ারদের কাছে একটা যন্ত্র থাকে। তাতে পরীক্ষা করে রাইফেল জানান, বলের আকার ঠিক আছে। কিন্তু পান্ত এই সিদ্ধান্ত মানতে পারেননি। রাগে বল ছুড়ে ফেলেন তিনি। তার পরে ফিরে যান নিজের জায়গায়। আম্পায়ার রাইফেলের মুখ দেখে বোঝা যাচ্ছিল, তিনি পান্তের এমন কাজে খুশি হননি।

বিজ্ঞাপন

বল ৬০ ওভার পুরোনো হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটারেরা বল পরিবর্তনের অনুরোধ করতে থাকেন। কী কারণে তারা বল বদলাতে চাইছিলেন তা স্পষ্ট না হলেও মনে হচ্ছিল, বলের আকার নিয়ে অসন্তুষ্ট তারা। কিন্তু দুই আম্পায়ার রাইফেল ও ক্রিস গাফানি তাদের কোনও অনুরোধ রাখেননি।

ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সেই সিদ্ধান্ত একমত না হলে রিভিউ নেওয়ার সুযোগ থাকে। কিন্তু সেটা আউট হওয়ার ক্ষেত্রে। বল বদলের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। তার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ অপরাধের সমান। রাইফেল যদি তার রিপোর্টে পান্তের এই বিরক্তির কথা লেখেন তা হলে শাস্তি পেতে হতে পারে তাকে। জরিমানা করা হতে পারে ভারতীয় এই ক্রিকেটারকে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |