ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বড় সুখবর পেলেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১০:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসে যথাক্রমে ১৪৮ ও ১২৫* রান করেন বাংলাদেশের অধিনায়ক। ফলে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ২১ ধাপ এগিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।  

বিজ্ঞাপন

গল টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেন ৪৯ রান। ম্যাচে ২১২ রান করে র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে অর্থাৎ ২৮তম স্থানে উঠেছেন মুশি। তার রেটিং এখন ৬১৫। শান্তর চেয়ে মাত্র ২ রেটিংয়ে এগিয়ে মুশফিক। টেস্টে বাংলাদেশের হয়ে সেরা র‌্যাংকিংয়ে আছেন তিনি। 

বুধবার (২৫ জুন) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২৯তম স্থানে শান্ত। তার রেটিং পয়েন্ট ৬১৩। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করায় তিন ধাপ এগিয়ে ৫০২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে টাইগার ওপেনার সাদমান ইসলাম। তিন ধাপ পিছিয়ে ৫৭৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে নেমে গেছেন লিটন দাস। দুই ইনিংসে ৪৩ রান করে পাঁচ ধাপ অবনতি হয়ে ৫১ নম্বরে নেমে গেছেন মুমিনুল হক।

বিজ্ঞাপন

 আরটিভি/এসকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |