ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

টেস্ট মর্যাদাপ্রাপ্তির রজত জয়ন্তী

এক নজরে দেখে নিন বাংলাদেশের প্রথম টেস্ট একাদশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০১:১৪ পিএম


loading/img
টেস্টে প্রথম সেঞ্চুরি উদযাপন আমিনুলের। ছবি: সংগৃহীত

১৯৯৯ সালে আমিনুল ইসলামের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই  পরাক্রমশালী পাকিস্তান ও পরীক্ষিত স্কটল্যান্ডকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন আকরাম খান-খালেদ মাহমুদ সুজনরা। এরপরই ২০০০ সালের ২৬ জুন ৯টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে নাম লেখায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এর ঠিক ৫ মাস পর প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে টেস্ট খেলতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নেমেই প্রথম ইনিংসে ৪০০ রান করে চমক দেখিয়েছিল টাইগাররা।

সেই ইনিংসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ৩৮০ বল খেলে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪২৯ রানে অলআউট হয় ভারত।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সেই ইনিংসে বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছিলেন নাইমুর রহমান। এ ছাড়াও মোহাম্মদ রফিক নিয়েছিলেন ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯১ রানে অলআউট হলে সহজেই জয় তুলে নেয় ভারত।

বিজ্ঞাপন

আসুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম একাদশ

বিজ্ঞাপন

শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল শাহরিয়ার, নাইমুর রহমান (অধিনায়ক), খালেদ মাসুম পাইলট (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও রানজান দাস।

আর টেস্টে মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই স্কোয়াডের সদস্যদের সংবর্ধনা দিবে বিসিবি। বৃহস্পতিবার (২৬ জুন) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্লাজায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মারক ব্লেজার ও ক‍্যাপ উদ্বোধনী টেস্ট দলের সদস্যদের হাতে হস্তান্তর এবং সংক্ষিপ্ত স্মৃতিচারণ করা হবে। 

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |