ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কলম্বো টেস্ট

ওয়ানডে মেজাজে রান তুলছে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০১:৫৩ পিএম


loading/img
ছবি: এএফপি

কলম্বো টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে ওয়ানডে মেজাজে রান তুলছে লঙ্কানরা।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৩ রান। দিনেশ চান্দিমাল ১৯ বলে ২৫ রান এবং পাথুম নিশাঙ্কা ৯৮ বলে ৬৭ রানে ব্যাট করছেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। দুজনের ব্যাট থেকে আসে ৮৮ রান। তবে ফিফটি তুলতে পারেননি উদারা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৭৯ বলে ফিফটি তুলে নেন নিশাঙ্কা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনে ব্যাট করতে নেমে নিশাঙ্কাকে যোগ্য দেন দিনেশ চান্দিমাল। দুজনের ব্যাটে ভর করে ৩০ ওভারেই ১৩০ রানের কোটা পার করে লঙ্কানরা।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) বৃহস্পতিবার (২৬ জুন) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন আগের দিনে অপরাজিত থাকা তাইজুল ইসলাম (৯) এবং এবাদত হোসেন (৫)। দিনের শুরুতে ব্যক্তিগত তিন রান যোগ করতেই ফার্নান্দোর বলে লেগ বিফোরে কাটা পড়েন এবাদত।

বিজ্ঞাপন

তবে শেষ দিকে লড়াই করতে থাকেন তাইজুল। ৬০ বলে ৩৩ রান করে এই ব্যাটার আউট হলে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |