মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জোহর প্রদেশে নৌকাডুবিতে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আরো ২০ জন নিখোঁজ রয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার রাতে নৌকাডুবির ঘটনা ঘটলেও মালয়েশিয়ার কোস্টগার্ড সোমবার জানায়, নৌকাডুবির ঘটনায় তারা এখন পর্যন্ত আটটি লাশ উদ্ধার করেছেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, নৌকাটিতে ৬২ জন যাত্রী ছিল। সবাই ইন্দোনেশিয়ান। ধারণা করা হচ্ছে এরা সবাই অবৈধ অভিবাসী। এ পর্যন্ত ৩৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে । উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এনডিটিভি