ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সৌম্য সরকারের জন্মদিন

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ , ০১:৫০ পিএম


loading/img

বাংলাদেশ জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকারের জন্মদিন শনিবার। ১৯৯৩ সালের এদিনে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ২০টি ওয়ানডেতে ৪০ গড়ে ৭২৪ রান রয়েছে তার। এর মধ্যে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ৫টি টেস্ট ও ২২টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।

এছাড়া বাংলাদেশ এ, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩, ঢাকা গ্ল্যাডিয়ের্টস, রংপুর রাইর্ডাস, খুলনা ডিভিশন, ও সাউথ জোনের হয়ে খেলেছেন তিনি।

বিজ্ঞাপন

২০১৪ সালের ১ ডিসেম্বর সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় সৌম্যের। ২০১৫ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পর পর দুই ইনিংসে অর্ধশতক করেন তিনি।

এর পর আত্মবিশ্বাস আর স্টাইলিশ ব্যাটিং এবং চমৎকার ফিল্ডিংয়ের জন্য জাতীয় দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেন সৌম্য। যদিও পারফর্মেন্স বজায় না রাখতে পেরে সমালোচকদের তোপের মুখে পড়েন বাহাঁতি এ ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

ওয়াই/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |