শনিবার দুপুরে ভারতের এশিয়া কাপ দল ঘোষণা করা হয় নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে। এটা ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদেরও। কিন্তু দিন না শেষ হতে সুসংবাদটা দিলো শ্রীলঙ্কা।
লঙ্কান ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৬ সদস্যের এশিয়া কাপের দলে জায়গা হয়েছে ৩৫ বছর বয়সী লাসিথ মালিঙ্গার।
গত বছরের সেপ্টেম্বর থেকেই দলে নেই এই পেসার। ইনজুরি আর অফ-ফর্মে জর্জরিত এই পেসারকে এক প্রকার ছুড়ে ফেলে দিয়েছিলেন লঙ্কান কোচ চণ্ডিকা হাতুরু সিংহে।
আবার সেই মালিঙ্গাকেই এশিয়া কাপের দলে রেখে চমকে দিল হাতুরুই। মালিঙ্গার সঙ্গে দলে যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়া ধানুষ্কা গুনাথিলাকাকেও।
আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপ শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই লঙ্কানরা মুখোমুখি হবে বাংলাদেশের। এছাড়াও এই গ্রুপে আছে আফগানিস্তানও।
১৬ সদস্যের শ্রীলঙ্কা দল:
অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল পেরেরা, কুশল মেন্ডিস, উপল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, ধানুষ্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আফোনসো, কাসুন রাজিথ, সুরাঙ্গা লাকমল, দুশমান্থ চামিরা ও লাসিথ মালিঙ্গা।
আরও পড়ুন :
এমআর/