ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সাত বছরেও সংস্কার হচ্ছে না বগুড়ার মোকামতলা-সোনাতলা সড়ক

বগুড়া প্রতিনিধি

রোববার, ২৭ অক্টোবর ২০১৯ , ০৬:০৪ পিএম


loading/img

সাত বছরেও সংস্কারের মুখ না দেখায় দুর্ভোগ আর আতঙ্কের সড়কে পরিণত হয়েছে বগুড়ার মোকামতলা-সোনাতলা রাস্তা। ১৬ মাস আগে ৪৫ কোটি টাকার টেন্ডার হলেও অজ্ঞাত কারণে শুরু হচ্ছে না সংস্কার কাজ। এদিকে খানাখন্দে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বিজ্ঞাপন

এই রাস্তা দিয়ে শিবগঞ্জ, সোনাতলা ও সাঘাটা উপজেলার কয়েকলাখ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। সংস্কার না করায় বাস, ট্রাক, সিএনজিসহ সব রকমের যানবাহন চলাচলের উপযোগিতা হারিয়েছে। একটু বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় রাস্তাটি। চলাচলের অযোগ্য এ রাস্তার উপর ক্ষোভে-দুঃখে ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

রাস্তাটির ১৮ কিলোমিটার মেরামতের জন্য গত বছরের মে মাসে প্রথমে ৩০ কোটি টাকা ও পরে ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দেয় সরকার। এর পর প্রায় দেড় বছর পার হয়েও কাজ শুরুই করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

আগামী এক সপ্তাহের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে এ রাস্তার কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান।

লাখো মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটির সংস্কার কাজ শুরু করার দাবি এলাকাবাসীর।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |