দেশের দুই বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।
মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার পর থেকে আগামীকাল (শুক্রবার) সকাল ৯টার মধ্যে ভারী থেকে খুবই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপরে। বিশেষ করে বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী এবং চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ওপরে।
তিনি আরও লিখেছেন, আজ বৃহস্পতিবার ৩য় দিনের মতো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ওপরে অবস্থান করছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগের ওপরে সৃষ্টি হওয়া মৌসুমী লঘু চাপটির কেন্দ্র। অর্থাৎ গত মঙ্গল ও বুধবার লঘুচাপটির কেন্দ্র খুবই সামান্য পরিমাণে নড়াচড়া হয়েছে। গত ২৪ ঘন্টায় লঘুচাপটির কেন্দ্র কিছুটা পূর্ব দিকে সরে এসেছে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে। এও লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া ঘুর্ণায়নমান মেঘের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশের চট্রগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে অগ্রসর হয়ে পাহাড়ি এলাকার ঢাল বেয়ে আকাশে উঠে গিয়ে প্রতিনিয়ত ভারী বৃষ্টিবাহী মেঘের সৃষ্টি করছে।
এই আবহাওয়াবিদ লিখেছেন, এর ফলে গত মঙ্গল ও বুধবার থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় জেলাগুলোর ওপরে যে বৃষ্টিপাত ঘটিয়েছে, তা আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
আরটিভি/আইএম/এস