দেশের অনেক জেলায় আজ বিভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
সোমবার (২৩ জুন) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর,কক্সবাজার, চট্রগ্রাম এবং বরিশাল বিভাগের সকল জেলায় সকাল ৮ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে বৃষ্টি হতে পারে।
রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার ওপরে সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাবনা, নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
রংপুর বিভাগের বেশিভাগ জেলার ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলার ওপরে সকাল ৮টার পর থেকে দুপুর ১টার মধ্যে এবং লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলার ওপরে সকাল ১০টার পর থেকে বিকেল ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
ঢাকা বিভাগের শরিয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ জেলার ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে। ঢাকা শহরের ওপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার ওপরে সকাল ৮টার পর থেকে দুপুর ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। ময়মনসিংহ ও জামালপুর জেলার ওপরে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে সকাল ৮টার পর থেকে দুপুর ২টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপরে দুপুর ১২টার পর থেকে রাত ৮টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ইতিমধ্যেই বৃষ্টি চলতেছে। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরে সকাল ১১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বৃষ্টি হতে পারে।
আরটিভি/আরএ