শততম টেস্টে ঐতিহাসিক জয়লাভ করায় মুশফিক ও সাকিবকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের প্রতিটি সদস্যের জন্য দোয়া করে তিনি বলেন, তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলা। এই অর্জন ধরে রাখতে আমি তোমাদের জন্য দোয়া করছি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সই অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার শততম টেস্টে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
টেস্ট জয়ের পরপরই অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, শততম টেস্টের এ বিজয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি মাইলফলক। এ জয়ের ফলে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেট অনুরাগীরা আরো উৎসাহিত হবেন এবং ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিরোধীদলের নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টাইগারদের শুভেচ্ছা জানান।
শততম টেস্টে কলম্বোতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। এতে সিরিজে ১-১ সমতা আসে। এদিকে ম্যাচ সেরার মুকুট পান তামিম ইকবাল আর সিরিজ সেরা হন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
- স্বামীর কীর্তিতে মুগ্ধ শিশির
- বিসিবি’র কোটি টাকার পুরস্কার ঘোষণা
- শততম টেস্ট জয় টাইগার ভক্তদের উৎসর্গ
- টিএসসিতে জয়ের উল্লাস
- ঐতিহাসিক টেস্টেও জ্বলজ্বলে সাকিব
এমসি/জেএইচ