ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

হান্নানের ফাঁসি যে কোনো সময় : স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১২ এপ্রিল ২০১৭ , ০৭:১৯ পিএম


loading/img

জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি যেকোনো সময় কার্যকর হবে। মৃত্যুদণ্ড কার্যকরের সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিজ্ঞাপন

বুধবার (১২ এপ্রিল) জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত কমিটির নিয়মিত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো মামলার গতিতেই চলবে।

বিজ্ঞাপন

জঙ্গিবাদের অর্থায়ন খুঁজে বের করতে ব্যাংকের সন্দেহভাজন অ্যাকাউন্ট ও ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ ব্যয়ের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। এছাড়া, জঙ্গি তৎপরতায় জড়িত শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে জঙ্গি সংক্রান্ত পোস্টগুলোতে নজরদারির সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে আরো সিদ্ধান্ত হয় যে, এর আগে অবৈধভাবে বিদেশে গিয়ে ফেরত আসা ব্যক্তি ও রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গি তৎপরতার কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে গোয়েন্দা বাহিনী। এছাড়া, জঙ্গিবাদের বিভিন্ন মামলায় জামিনে থাকা আসামিদের ফেরত আনতে তাদের জামিনদারদেরও তাগাদা দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |