স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে। এসময়ের মধ্যে ক্ষমতার হাতবদল হয়েছে কয়েকবার। এসব সরকারের আমলে ১৪ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা জাতির জন্য বাজেট পেশ করেছেন। বৃহস্পতিবার ৪৬তম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরে এক লাখ ৩২ হাজার ১শ’৭০ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু করেছিলেন। আসছে অর্থবছর এর পরিমাণ ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
দেশ স্বাধীনের পর জাতীয় সংসদে প্রথম বাজেট দেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেটের আকার ছিল মাত্র ৭শ’ ৮৬ কোটি টাকা।
স্বাধীনতার পর জাতীয় সংসদে পাশ হওয়া বাজেটের আকার ও অর্থমন্ত্রীদের নাম নিচে দেয়া হলো-
- ১৯৭২-১৯৭৩ তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকা
- ১৯৭৩-১৯৭৪ তাজউদ্দীন আহমদ ৯৯৫ কোটি টাকা
- ১৯৭৪-১৯৭৫ তাজউদ্দীন আহমদ ১০৮৪.৩৭ কোটি টাকা
- ১৯৭৫-১৯৭৬ ড. আজিজুর রহমান ১৫৪৯.১৯ কোটি টাকা
- ১৯৭৬-১৯৭৭ জিয়াউর রহমান ১৯৮৯.৮৭ কোটি টাকা
- ১৯৭৭-১৯৭৮ জিয়াউর রহমান ২১৮৪ কোটি টাকা
- ১৯৭৮-১৯৭৯ জিয়াউর রহমান ২৪৯৯ কোটি টাকা
- ১৯৭৯-১৯৮০ ড. এম এন হুদা ৩৩১৭ কোটি টাকা
- ১৯৮০-১৯৮১ এম সাইফুর রহমান ৪১০৮ কোটি টাকা
- ১৯৮১-১৯৮২ এম সাইফুর রহমান ৪৬৭৭ কোটি টাকা
- ১৯৮২-১৯৮৩ আবুল মাল আবদুল মুহিত ৪৭৩৮ কোটি টাকা
- ১৯৮৩-১৯৮৪ আবুল মাল আবদুল মুহিত ৫৮৯৬ কোটি টাকা
- ১৯৮৪-১৯৮৫ এম সায়েদুজ্জামান ৬৬৯৯ কোটি টাকা
- ১৯৮৫-১৯৮৬ এম সায়েদুজ্জামান ৭১৩৮ কোটি টাকা
- ১৯৮৬-১৯৮৭ এম সায়েদুজ্জামান ৮৫০৪ কোটি টাকা
- ১৯৮৭-১৯৮৮ এম সায়েদুজ্জামান ৮৫২৭ কোটি টাকা
- ১৯৮৮-১৯৮৯ মেজর জেনারেল (অব.) মুনিম ১০৫৬৫ কোটি টাকা
- ১৯৮৯-১৯৯০ ড. ওয়াহিদুল হক ১২৭০৩ কোটি টাকা
- ১৯৯০-১৯৯১ মেজর জেনারেল (অব.) মুনিম ১২৯৬০ কোটি টাকা
- ১৯৯১-১৯৯২ এম সাইফুর রহমান ১৫৫৮৪ কোটি টাকা
- ১৯৯২-১৯৯৩ এম সাইফুর রহমান ১৭৬০৭ কোটি টাকা
- ১৯৯৩-১৯৯৪ এম সাইফুর রহমান ১৯০৫০ কোটি টাকা
- ১৯৯৪-১৯৯৫ এম সাইফুর রহমান ২০৯৪৮ কোটি টাকা
- ১৯৯৫-১৯৯৬ এম সাইফুর রহমান ২৩১৭০ কোটি টাকা
- ১৯৯৬-১৯৯৭ এসএএমএস কিবরিয়া ২৪৬০৩ কোটি টাকা
- ১৯৯৭-১৯৯৮ এসএএমএস কিবরিয়া ২৭৭৮৬ কোটি টাকা
- ১৯৯৮-১৯৯৯ এসএএমএস কিবরিয়া ২৯৫৩৭ কোটি টাকা
- ১৯৯৯-২০০০ এসএএমএস কিবরিয়া ৩৪২৫২ কোটি টাকা
- ২০০০-২০০১ এসএএমএস কিবরিয়া ৩৮৫২৪ কোটি টাকা
- ২০০১-২০০২ এসএএমএস কিবরিয়া ৪২৩০৬ কোটি টাকা
- ২০০২-২০০৩ এম সাইফুর রহমান ৪৪৮৫৪ কোটি টাকা
- ২০০৩-২০০৪ এম সাইফুর রহমান ৫১৯৮০ কোটি টাকা
- ২০০৪-২০০৫ এম সাইফুর রহমান ৫৭২৪৮ কোটি টাকা
- ২০০৫-২০০৬ এম সাইফুর রহমান ৬১০৫৮ কোটি টাকা
- ২০০৬-২০০৭ এম সাইফুর রহমান ৬৯৭৪০ কোটি টাকা
- ২০০৭-২০০৮ মির্জ্জা আজিজুল ইসলাম ৯৯৯৬২ কোটি টাকা
- ২০০৮-২০০৯ মির্জ্জা আজিজুল ইসলাম ৯৯৯৬২ কোটি টাকা
- ২০০৯-২০১০ আবুল মাল আবদুল মুহিত ১১৩,৮১৫ কোটি টাকা
- ২০১০-২০১১ আবুল মাল আবদুল মুহিত ১৩২,১৭০ কোটি টাকা
- ২০১১-২০১২ আবুল মাল আবদুল মুহিত ১৬৫,০০০ কোটি টাকা
- ২০১২-২০১৩ আবুল মাল আবদুল মুহিত ১৯১,৭৩৮ কোটি টাকা
- ২০১৩-২০১৪ আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা
- ২০১৪-২০১৫ আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
- ২০১৫-২০১৬ আবুল মাল আবদুল মুহিত ২লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা
- ২০১৬-২০১৭ আবুল মাল আবদুল মুহিত ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।
এইচটি/জেএইচ