ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আমি হতাশার লোক নই

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ জানুয়ারি ২০১৮ , ০১:২৮ পিএম


loading/img

দেশে নতুন কিছু করতে গেলেই বাধা আসে। কিন্তু আমি হতাশার লোক নই, আমি আশাবাদী। সমালোচনা হলেও আমি দেশের উন্নয়নে পিছপা হব না। জানালেন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা মেটাতে বেসরকারিভাবে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুতের উৎপাদন করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাতারবাড়িতে ক্ষতিগ্রস্তরা সবাই পুনর্বাসিত হবেন, কেউ বঞ্চিত হবেন না।

প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট ক্ষমতার এই কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করছে সরকার।

জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকা এই বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন  করছে। সরকারের বিদ্যুতের মহাপরিকল্পনায় মহেশখালীর মাতারবাড়িকে ‘বিদ্যুৎ হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতায় নির্মিতব্য বন্দরটিই পরে গভীর সমুদ্র বন্দরে রূপান্তর করা হবে।

আরও পড়ুন:

এমসি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |