ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্ষমতার পালাবদল হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ , ০৮:৪৫ এএম


loading/img

আওয়ামী লীগ ছাড়া দেশের চলমান উন্নয়নের ধারা আর কেউ অব্যাহত রাখতে পারবে না। এজন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। ক্ষমতার পালাবদল হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। বললেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে দেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে, আওয়ামী লীগ যদি সরকার গঠন করে দেশ সেবার সুযোগ পায়, তাহলে আমাদের অর্জনগুলো ধরে রাখতেই পারবো। উপরন্তু উন্নত দেশের পর্যায়ে এগিয়ে যাবার পথকে সুগম করতে পারবো।

--------------------------------------------------------
আরও পড়ুন : নাগরিক সেবায় চালু হল কল সেন্টার ৩৩৩
--------------------------------------------------------

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য আমাদের পরিকল্পিতভাবে অনেক কাজ করতে হয়েছে। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য যে শর্ত তার তিনটিই আমরা সঠিকভাবে পূরণ করতে পেরেছি। এক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে এবং আগামী ৬ বছরেও যে পরিমাণ শর্ত পূরণের প্রয়োজন হবে তাও করে রেখেছে।

শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে আর কেউ ব্যর্থ করতে পারবে না।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এদিন সংসদে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উন্নয়ননীতি বিষয়ক কমিটি (সিডিপি) কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশের অভিযাত্রায় যুক্ত করায় প্রধানমন্ত্রী এবং দেশের জনগণকে জাতীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন : 

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |