ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

৬ দিনের রিমান্ড চেয়ে ফাহিমকে আদালতে পাঠিয়েছে পুলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ , ০২:৫২ পিএম


loading/img

বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুরকে ৬ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন) অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নাজমুল সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কাফরুল থানার উপপরিদর্শক রফিক জানান, তার বিরুদ্ধে থানায় ৫৭ ধারায় একটি মামলা আছে। গত ২২ এপ্রিল সাবেক এক ছাত্রলীগ নেতা এ মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় প্রধনমন্ত্রী ও সরকার বিরোধী বিভিন্ন ছবি ও পোস্ট দেয়ার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার অফিস থেকে ফাহিম মাশরুরকে ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মো. আল সাদিক গত ২২ এপ্রিল কাফরুল থানায় ফাহিম মাশরুরের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। এজাহারে মোট ৮টি অভিযোগ উল্লেখ করা হয়। পরে তাকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর আটক
--------------------------------------------------------

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের তেজগাঁও জোনাল টিম বুধবার সকাল আটটার দিকে তাকে কারওয়ান বাজারের অফিস থেকে আটক করে।

ফাহিম মাশরুর দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০১২-২০১৩ মেয়াদে সভাপতি ছিলেন।

প্রায় দেড়যুগ আগে বিডিজবস.কম প্রতিষ্ঠা করেন ফাহিম মাশরুর। বিডিজবসের মাধ্যমে দেশের চাকরির বাজারে অনলাইনভিত্তিক আবেদন ও খোঁজখবর নেয়া সহজ হয়। এতে বিডিজবস দ্রুতই আলোচনায় উঠে আসে। এছাড়া তিনি দেশের প্রথম বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী।

আরও পড়ুন : 

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |