ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৩৫ শিক্ষক

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৭ জুন ২০১৮ , ০২:৪৬ পিএম


loading/img

নন-এমপিও শিক্ষকদের টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচিতে ৩৫ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। দাবি আদায়ে কর্মসূচির ১৮তম দিনে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তিনজন শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে চলমান কর্মসূচিতে শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন নামের শিক্ষকদের সংগঠন প্রধানমন্ত্রীর এমপিওভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে এই আমরণ অনশন কর্মসূচি পালন করছে।

বিজ্ঞাপন

বুধবারের এই কর্মসূচিতে কয়েকশ শিক্ষককে অংশ নিতে দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরদের সঙ্গে শিক্ষিকারাও যোগ দিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশিদের গড় আয়ু বেড়েছে
--------------------------------------------------------

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, আন্দোলনের ১৮তম দিনে এসে আমাদের ৩৫জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে কলেজে ভর্তি করা হয়েছে। ৭০২ নং ওয়ার্ডের মেঝেতে তারা অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। কোনও প্রতিনিধিও পাঠায়নি। ২০০৬ সালের পর থেকে এখন পর্যন্ত ২৮বার আন্দোলনে এসেছি। তবু প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই। যেকোনও মূল্যে আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি কমিটি করা হয়েছে। সেখানে শিক্ষকদের বয়স ৩৫ এর কথা বলা হয়েছে। অথচ আমাদের কোনও কোনও শিক্ষকের চাকরির বয়সই ১৫ থেকে ২০। আমার বয়সই ৪১। তাহলে আমি কীভাবে এমপিওভুক্ত হবো?

উল্লেখ্য, বিভিন্ন ধাপে এমপিওভুক্তির এই আন্দোলন চলছে ২০০৬ সাল থেকে। এবারের ঈদ-উল-ফিতরের দিনেও ননএমপিও শিক্ষকরা কর্মসূচি পালন করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় তারা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা বের করেছিলেন ভুখা মিছিল।

আরও পড়ুন:

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |