ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নয় পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার উপরে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৪ জুলাই ২০১৮ , ০৯:০১ পিএম


loading/img

দেশের নয়টি পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার মন্ত্রণালয়ের দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া নদীগুলোর মধ্যে সুরমা নদীর কানাইঘাটে পানি গেলো ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার বেড়ে ১০২ সেন্টিমিটার বিপদসীমার উপর রয়েছে। সুরমা নদীর সিলেটে পানি গেলো ২৪ ঘণ্টায় ৪২ সেন্টিমিটার বেড়ে ৩৩ সেন্টিমিটার বিপদসীমার উপর রয়েছে। সুরমা নদীর সুনামগঞ্জের পানি গেলো ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার বেড়ে ৭০ সেন্টিমিটার বিপদসীমার উপর রয়েছে।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
--------------------------------------------------------

এছাড়া কুশিয়ারা ১ সেন্টিমিটার, সারিগোয়াইন গেলো ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে ১ সেন্টিমিটার বিপদসীমায় রয়েছে। পুরান সুরমা ৪৫ সেন্টিমিটার, জাদুকাটায় ২২ সেন্টিমিটার, সোমেশ্বরী ১৪ সেন্টিমিটার, সাঙ্গু ৪০ সেন্টিমিটার বিপদসীমার মধ্যে রয়েছে।

মন্ত্রণালয়ের এনডিআরসিসি বিভাগে যুগ্মসচিব জি এম আব্দুল কাদেরের সই করা প্রতিবেদনে আরও বলা হয়, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি আগামী ৭২ ঘণ্টা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের ধরলা, তিস্তা, দুধকুমার, ঘাঘট নদীর এবং উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টিপাত হবে। এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দিতে বলা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরে পাহাড় ধস ও ঢলে বিভিন্ন জেলায় ৩১ জন মারা গেছেন।

আরও পড়ুন :

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |