মহাসড়কে কোন দেশে গতিসীমা কত?

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮ , ০৬:১২ পিএম


মহাসড়কে কোন দেশে গতিসীমা কত?

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গত পাঁচদিন যাবৎ দেশব্যাপী চলছে শিক্ষার্থদের নিরাপদ সড়ক আন্দোলন। তারা রাস্তার মোড়ে মোড়ে ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। অথচ গাড়ির গতিসীমা, লাইসেন্স না থাকা, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চালানোর অপরাধে নির্দিষ্ট আইন রয়েছে।    

বিজ্ঞাপন

সড়ক-মহাসড়ক দেশের আর্থিক উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে৷ সড়কে যান চলাচল যত দ্রুত এবং সুরক্ষিত হবে আর্থিক উন্নয়নের সম্ভাবনাও তত বাড়বে।  বিশ্বের বিভিন্ন দেশে ভৌগলিক অবস্থান, আবহাওয়া, জনসংখ্যার উপর মহাসড়কের গতিসীমা নির্ধারিত রয়েছে। দেখা যাক বিভিন্ন দেশের গতিসীমা। 

--------------------------------------------------------
আরও পড়ুন : লাইসেন্স না দেখে চাকরি দিয়ে ভুল করেছি: বাসমালিক
--------------------------------------------------------

বিজ্ঞাপন

বাংলাদেশ

২০১৫ সালের ১১ই আগস্ট বাংলাদেশের মহাসড়কগুলোতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে।  বাস-মিনিবাসের সর্বোচ্চ গতি ঠিক করা আছে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। 

ভারত

বিজ্ঞাপন

ভারতের মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার।  যমুনা এক্সপ্রেসওয়েতে এই গতিসীমা ঘণ্টায় ১২০ কিলোমিটার। 

পাকিস্তান

এই দেশে মহাসড়কে গতিসীমা প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। 

জার্মানি

জার্মান অটোবানে সাধারণভাবে কোনো গতিসীমা নেই৷ বলতে কি, গোটা ইউরোপের মধ্যে একমাত্র জার্মান মোটরওয়েতেই যত খুশি স্পিডে গাড়ি চালানো যায়।  অটোবানে ঘণ্টায় ৬০ কিলোমিটারের নীচে গাড়ি চালানোর নিয়ম নেই (যদি না নির্দেশ দেওয়া থাকে)৷ সাধারণভাবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়৷ অবশ্য কিছুক্ষেত্রে গতিসীমা নির্ধারিতও থাকে। 

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে মহাসড়কে গতিসীমা প্রতি ঘণ্টায় ১১৩ কিলোমিটার। 

ফ্রান্স

দেশটিতে মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ১১০ থেকে ১৩০ কিলোমিটার নির্ধারিত আছে।  তবে বর্ষাকালে গতিসীমা ঘণ্টায় ১০০ কিলোমটারের বেশি নয়। 

নেদারল্যান্ডস

এখানে মহাসড়কগুলোতে প্রতি ঘণ্টায় গতিসীমা ১৩০ কিলোমিটার। 

অস্ট্রেলিয়া

মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। 

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গতিসীমা প্রতি ঘণ্টায় ৯৭ থেকে ১৩৭ কিলোমিটার নির্ধারণ করা আছে। টেক্সাসের মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ১৩৭ কিলোমিটার। 

ব্রাজিল

ব্রাজিলে মহাসড়কগুলোতে গতিসীমা ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার। 

কানাডা

কানাডায় মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ৭০ থেকে ১২০ কিলোমিটার। 

জাপান

মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ৮০ থেকে ১১০ কিলোমিটার। 

দক্ষিণ কোরিয়া

এখানে মহাসড়কে গতিসীমা প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার। 

চীন

চীনের মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ১২০ কিলোমিটার। 

সৌদি আরব

মক্কা-মদিনা মহাসড়কে গতিসীমা ঘন্টায় ১৪০ কিলোমিটার। 

সংযুক্ত আরব আমিরাত

সেখানে মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ১০০ থেকে ১৬০ কিলোমিটার নির্ধারিত করা আছে। 

আরও পড়ুন : 

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission