রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি।
পুলিশ জানায়, নাগদারপাড় এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এমন সংবাদ পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার কর্তৃব্যরতরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন :
জেএইচ