টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘দ্য ইন্সটিটিউশনস অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আগের কমিটির সবাই পদত্যাগ করায় ১৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার এবং সদস্য সচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেনকে।
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার শামসুজ্জামান (সিআইপি) ও ইঞ্জিনিয়ার এটিএম সামসু উদ্দিন খান।
কমিটির বাকি সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান, ইঞ্জিনিয়ার এ বি এম সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার এ কে এম মহসিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. সুমায়েল মল্লিক, ইঞ্জিনিয়ার এ এস এম হাফিজুর রহমান নিক্সন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন, ইঞ্জিনিয়ার আবু হোসেন হিটলু, ইঞ্জিনিয়ার খালেদুল ইসলাম মিঠুন ও ইঞ্জিনিয়ার মাঈনুল ইসলাম পলাশ।
এ ছাড়া ফাইন্যান্স, মেম্বারশিপ, সেমিনার, সামাজিক উন্নয়ন, প্রেস এন্ড পাবলিকেশনস, স্পোর্টস অ্যান্ড কালচারাল ও অফিস ম্যানেজমেন্টের জন্য আরও সাতটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে।
ফাইন্যান্স কমিটির আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম লিটনকে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান মামুন।
মেম্বারশিপ কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আরফান আলী প্রামাণিক।
সেমিনার, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারহানা ইকবাল ও সদস্য সচিব ফারুকুল ইসলাম জনি।
সামাজিক উন্নয়ন ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আসিফুল আলম ও ইঞ্জিনিয়ার মইদুল ইসলাম মঈদ।
প্রেস অ্যান্ড পাবলিকেশন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাজেদুল হল শালুক, সদস্য সচিব চন্দ্র শেখর দাস।
স্পোর্টস এন্ড কালচারাল কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এস এম মিজানুর রহমান ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ নাবিল।
অফিস ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম ও সদস্য সচিব এ এস এম আশিক ইসতিয়াক লিখন।
আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার জানান, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, নতুন সদস্য সংগ্রহসহ গুরুত্বপূর্ণ কিছু কাজ করবে অন্তর্বর্তীকালীন এই কমিটি।
সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন বলেন, ‘আইটিইটিকে দেশের একটি শক্তিশালী পেশাজীবী সংগঠন বানাতে কাজ করব আমরা।’