ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮ , ০২:২৫ পিএম


loading/img

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন।

বিজ্ঞাপন

আহতদের চুপনগর ও ডুসরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বড়াচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৌমিতা পরিবহনের বাসটি পাইকগাছা থেকে খুলনার দিকে যাচ্ছিল।

বিজ্ঞাপন

ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত ৫ জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শাহিনুল গাজী(৪০) ও শরিফুল ইসলাম(৪৩)। 

----------------------------------------------------------------------
আরও পড়ুন : ফের বাস চলাচল বন্ধ বরিশাল-ঝালকাঠির ৮ রুটে
----------------------------------------------------------------------

বিজ্ঞাপন

নিহতরা কইরার বাসিন্দা। নিহতরা বাসটির ছাদে ছিলেন। নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও ডুমুরিয়া পুলিশ রয়েছে।

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |