ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্যাম্প থেকে ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গাসহ দুজনের মৃতদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

শুক্রবার, ১৩ জুলাই ২০১৮ , ০৫:০৬ পিএম


loading/img

কক্সবাজারের টেকনাফে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা যুবকসহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার(১৩ জুলাই ২০১৮) দুপুর দুইটার দিকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলেন মৃত আবুল বশরের ছেলে শামসুল হুদা (২৮)। তিনি বর্তমান স্থানীয় মেম্বার নুরুল হুদার মেম্বারের ছোট ভাই। অপরজন অনিবন্ধিত শরণার্থী শিবিরের বি ব্লকের আব্দুর রহিম প্রকাশ লাল বুইজ্জার ছেলে রহিম উল্লাহ।
--------------------------------------------------------
আরও পড়ুন : খাগড়াছড়িতে উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা, আটক ৪
--------------------------------------------------------

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা ইয়াবা ব্যবসায়ী। দু’দলের আধিপত্য ও ইয়াবা ব্যবসায় বনিবনা না হওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, পাশের ক্যাম্পের রোহিঙ্গারা প্রতিদিনের মতো পাহাড়ের দিকে গেলে ছড়ার পানিতে ভাসমান মৃতদেহ দুটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয় লোকজন মৃতদেহ দুটি উদ্ধার করে তাদের শনাক্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি(তদন্ত) এসএম আতিকুল্লাহ বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এই বিষয়ে বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

কে/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |