ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাসের চাপায় প্রাণ গেলো রিকশাচালকের

কক্সবাজার প্রতিনিধি

সোমবার, ১৩ আগস্ট ২০১৮ , ০৩:৩৪ পিএম


loading/img

কক্সবাজার সদর উপজেলায় বাসের চাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রিকশাচালকের নাম ধলা মিয়া (৩০)। তিনি ওই ইউনিয়নের ভিলিজারপাড়া এলাকার মুসলিম মিয়ার ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার আরটিভি অনলাইনকে জানান, সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খোদাইবাড়ী এলাকায় একটি বাস ধলা মিয়ার রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন  :

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |