খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন মারা গেছেন।
বিজ্ঞাপন
এছাড়া দগ্ধ হয়েছেন আরও নয়জন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সোমবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।
বিজ্ঞাপন
পরে খুলনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে তেলের ডিপোতে আগুন লাগে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন :
বিজ্ঞাপন
- ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
- পদ্মার ভাঙনে নড়িয়া-সুরেশ্বরের বিস্তীর্ণ এলাকা বিলীন, যোগাযোগ বিচ্ছিন্ন
জেবি