• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫০

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আসকার দীঘির পশ্চিম পাড়ের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অরুণ চক্রবর্তী নামে একজন মারা গেছেন। এতে পুড়ে গেছে ৩০টি বসতঘর। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, সন্ধ্যা সাতটার দিকে আগুন লেগেছে শুনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১০টি গাড়ি স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অরুণ চক্রবর্তী নামের একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অরুণ চক্রবর্তী মারা যাওয়ার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির।

আগুনে ৩০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনে লোকনাথ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুন লাগার কারণ তদন্ত করে বের করা হবে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূইয়া।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বকশীবাজার আদালত কক্ষে আগুন, বিডিআর বিদ্রোহ মামলার শুনানি মুলতবি
সাভারে বাস-অ্যাম্বুলেন্সে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
পঙ্গু হাসপাতালের আগুন নেভাল রোগীর স্বজনরা