কক্সবাজার বিমানবন্দর থেকে কান্তা আক্তার (২৪) নামে এক তরুণীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ওই তরুণী নিজেকে র্যাম্প শোর মডেল বলে পরিচয় দিয়েছেন।
বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণীর নারায়ণগঞ্জ সদরের নয়াপাড়া এলাকার বাসিন্দা।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী বিমানবন্দরে প্রবেশ করে হাত ব্যাগে ইয়াবাগুলো পাচারের চেষ্টা করছিলেন।
তিনি আরও জানান, বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশি ফটকে ধরা পড়েন ওই তরুণী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। গ্রেপ্তার কান্তা আক্তারকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
এসএস