ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, ঢাকা থেকে আসছে সোয়াত (অডিও)

শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ , ১১:১১ এএম


loading/img

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট আসার পর সেখানে অভিযান চালানো হবে। বললেন সিলেট পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে দক্ষিণ সুরমা থানার শিববাড়ির ওস্তার মিয়ার ৫ তলা ভবনটি পুলিশ ঘিরে রাখে।

পুলিশ কমিশনার বলেন, বাড়িটির একটি ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। ভবনটিতে মোট ১২টি পরিবার রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভবনে বসবাসরত অন্যদের দরজা-জানালা বন্ধ করে নিরাপদে থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকা থেকে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট আসবে। নিরাপত্তার বিষয়টি নজরে রেখেই অভিযান চালানো হবে।

স্থানীয়রা জানান, সকালে ওই বাড়ি থেকে একটি গ্রেনেড ছোঁড়া হয়। তবে এতে কেউ হতাহত হননি। আশপাশের বাড়ি থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে।

পুলিশ আশপাশের ভবনের ছাদে উঠে অস্ত্র নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

  

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |