ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সুনির্দিষ্ট অভিযোগে নিখোঁজ ৩জন গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২২ জানুয়ারি ২০১৮ , ০২:২৩ পিএম


loading/img

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ নিখোঁজ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিজ্ঞাপন

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সোমবার দুপুরে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা যখন কাউকে গ্রেপ্তার করে, তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

কি অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ নিয়ে এখন তদন্ত চলছে, পুলিশ কাজ করছে। দু-একদিনের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পিওসহ নিখোঁজ ৩ জন গ্রেপ্তার
--------------------------------------------------------

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব মোহাম্মদপুরের বছিলা থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন গুলশান থেকে নিখোঁজ হন। পরে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বিজ্ঞাপন

রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ওই তিনজনের গ্রেফতারের খবরের সত্যতা নিশ্চিত করা হয়। তবে তাদের কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি ডিএমপি।

আরও পড়ুন:

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |