ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সেরা ডিলারকে গাড়ি উপহার দিল কেপিএল

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ জানুয়ারি ২০১৮ , ১২:২৮ পিএম


loading/img

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জামান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কেপিএলের বার্ষিক সম্মেলন ২০১৮।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের অভিজাত ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সারাদেশের দুই শতাধিক ডিলার ও কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রংপুরের মোহাম্মদ আসাদ সাহেবকে ২০১৭ সালের সেরা ডিলার এর পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

উপহার হিসেবে তিনি পেয়েছেন একটি গাড়ি। অনুষ্ঠানে তার হাতে গাড়ির চাবি তুলে দেন কেপিএলের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান ও পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক।

সম্মেলনে টার্গেট নেয়া হয় ২০১৮ সালের মধ্যে সারাদেশে ৪০০ ডিলার প্রতিষ্ঠিত করা। আর এই টার্গেট বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনাও হয়।

অনুষ্ঠানে ২০১৮ সালের মধ্যে কেপিএলের পানির ট্যাঙ্ক, পিভিসি পাইপ, গ্যাস স্টোভ এবং রাইসকুকার উৎপাদন ও বাজারজাতকরণ এর ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |