ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ , ০৩:০৫ পিএম


loading/img

আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কোনো কিছুতেই ভ্যাট না বসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এই নির্দেশনা দেন।

একনেক সভায় অনির্ধারিত বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী কোনো একটি অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট নিয়ে কথা বলেছিলেন। সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি বিষয়টি নিষ্পত্তি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত। প্রধানমন্ত্রী এই বিষয়টি একনেক সভায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

এসআর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |