সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে করপোরেট কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে তিনি একথা বলেন।
এর মধ্যে সরকারি ব্যাণিজ্যিক ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং ২০১৩ সালে সরকার অনুমোদিত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে করপোরেট করহার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭.৫ শতাংশের প্রস্তাব করা হয়েছে।
তবে অন্য সব সরকারি-বেসকারি কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, সিগারেট, বিড়ি, জদ্দা ও গুলসহ সকল তামাকজাত পণ্যের ওপর করপোরেট করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, বেসকারি বাণিজ্যিক ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট করহার ৪২.৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন :
- মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তান-নাতির জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ
- নারী উন্নয়নে রাখা হয়েছে ১২৫ কোটি টাকার থোক বরাদ্দ
এসআর