ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের নিয়ে ৪৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মসূচির উদ্বোধন হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সবাইকে ব্যাংকিং কার্যক্রমে অধিক সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য লুৎফুল হক। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৩৭ জন ট্রেইনি এ্যাসিস্টেন্ট অফিসার অংশ গ্রহণ করছেন।
আরও পড়ুন :
বিজ্ঞপ্তি