নির্বাচনী পরিবেশ তৈরি হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে অতীতের মতোই তরুণদের প্রাধান্য দেবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়ে বলেন, এই মুহূর্তে দলের প্রধান লক্ষ্য বিএনপি চেয়ারপার্সনের মুক্তি ও নির্বাচনকালীন সরকারের দাবী আদায়। এদিকে আন্দোলনে ব্যস্ত থাকলেও মনোনয়ন দৌড়ে এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন দলের তরুণ প্রার্থীরা।
দলীয় প্রধানের মুক্তি আর নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবী আদায় না হওয়ায়, রাজপথের কর্মসূচিতেই দিন কাটছে বিএনপি নেতাকর্মীদের। জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেও, তাই প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কর্মকাণ্ড।
তবে এরমধ্যেই কেউ কেউ গণসংযোগ শুরু করেছেন। নীতি নির্ধারক, কেন্দ্রীয় নেতা, আর অনুসারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন আগ্রহী প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়েও চলছে প্রচারণার কাজ।
--------------------------------------------------------
আরও পড়ুন : সম্মেলনের দুই সপ্তাহেও কমিটি পায়নি ছাত্রলীগ
--------------------------------------------------------
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলছেন, দলীয় প্রধানকে কারাগারে রেখে প্রার্থী মনোনয়নের ব্যাপারে এখনই ভাবছেন না তারা। তবে তাদের দাবি মেনে নির্বাচনী পরিবেশ তৈরী হলে, তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেয়া হতে পারে।
১৯৯১ সালের জাতীয় নির্বাচন থেকেই দলের নেতৃত্বে তরুণদের প্রাধান্য দিয়ে আসছে, বিএনপি। যার ধারাবাহিকতা গত জাতীয় কাউন্সিলেও লক্ষ্য করা গেছে। আগামী নির্বাচনের প্রার্থী বাছাই এর ক্ষেত্রেও একই নীতিই অনুসরণ করার দাবী দলের তরুণ নেতাদের।
আরও পড়ুন :
এসজে