ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সাইকেল উপহার পেয়ে অভিভূত মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৮ জুন ২০১৭ , ০৭:২৬ পিএম


loading/img

৩ দেশের সফরে পর্তুগাল, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের শেষ দিন নেদারল্যান্ডসে গিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

সেখানে একটি বাইসাইকেল মোদিকে উপহার দেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। সেই সাইকেলে চড়ে বসেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দূষণমুক্ত পরিবেশের জন্য কাজ করে আসছেন মোদি।

বিজ্ঞাপন

সফরে গিয়ে হঠাৎ সাইকেল পেয়ে অভিভূত হয়ে পড়েন। সাইকেলে চড়াবস্থায় তোলা ছবিই মোদির অনুভুতি স্পষ্ট করে দেয়। 

মঙ্গলবার পর্তুগাল, যুক্তরাষ্ট্র হয়ে নেদারল্যান্ডসে যান মোদি। সেখানে প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন।

তারপরই ভারতীয় এই প্রধানমন্ত্রীর হাতে সাইকেল তুলে দেন মার্ক রুট। সাইকেল উপহার পেয়ে তাতে চড়ে বসেন মোদি।  

বিজ্ঞাপন

যদিও উপস্থিত সবার কেউই তা ভাবতে পারেনি। বিস্মিত হন গণমাধ্যম কর্মীরাও। আলোচনা চলতে থাকে মোদির ওই ঘটনা নিয়ে।

বুধবার নেদারল্যান্ডস থেকে নিজ দেশে ফেরার কথা রয়েছে এই ভারতীয় ম্যাজিক ম্যানের।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |