ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সৌদি কিশোরীদের বিয়েতে আদালতের অনুমতি লাগবে

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮ , ০২:৪৮ পিএম


loading/img

১৮ বছরের কম বয়সী কিশোরীর বিয়েতে আদালতের অনুমতি  নেওয়া লাগবে। এমন সুপারিশ করেছে সৌদি আরবের শুরা কাউন্সিল।

বিজ্ঞাপন

সোমবার দেশটির ইসলাম ও বিচার বিষয়ক কমিটি ১৮ বছরের কম বয়সী নারীদের বিয়ের ব্যাপারে আলোচনার পর এ ধরনের সুপারিশ করেছে। খবর আরব নিউজ। 

শুরা কাউন্সিলের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনা ছাড়া ১৮ বছরের কম বয়সী কোনো কিশোরীর বিয়ে দেওয়া হলে তা কার্যকর হবে না।

বিজ্ঞাপন

এক্ষেত্রে একজন বিচারক ওই কিশোরীর বয়স যাচাই-বাছাইয়ের পর বিয়ের ব্যাপারে নির্দেশনা দেবেন।

শুরা কাউন্সিল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে বলা হয়, কোনো কিশোরীর কোনোভাবেই ১৮ বছরের আগে যেন বিয়ে না হয়, সেটা আপনারা নিশ্চিত করবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েরও দৃষ্টি আকর্ষণ করা হয় এ ব্যাপারে। ১৮ বছরের কম বয়সী কোনো কিশোরীর বিয়ে হলে কী ধরনের ক্ষতি হতে পারে সে ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয় শুরা কাউন্সিল থেকে।

বিজ্ঞাপন

এপি/পি

আরও পড়ুন-

     

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |